পড়শি যদি আমায় ছুঁতো যম যাতনা সকল যেত দূরে: লালন সাঁই

পড়শি যদি আমায় ছুঁতো যম যাতনা সকল যেত দূরে: লালন সাঁই

hhhhhhhhhhhhhh

দুধ দিলে গোমাতা। না দিলে নো-ভক্তি! ভারতের রাস্তাঘাট ৫০ লাখ ছাড়াগরুর দখলে। সঙ্গে গোশালায় অনাহারে লাগাতার গরুর মৃত্যু। ওদিকে, জন্মহারে বলদের সংখ্যা বেশি। অতএব? ইসকন কি দেবে গাই আর বলদের পরিসংখ্যান? ছবি - কৃষ্ণজিৎ সেনগুপ্ত

Read more


বাংলায় বোকা গাধা বলতে গরু ছাগল বলা হয়। কিন্তু খুব বড় মাপের বোকা গাধা বোঝাতে গেলে রামছাগল, রামপাঁঠা, এগুলোই বলা হয়। আমরা তো গোবরকে মাটির উপর শক্ত প্রলেপ হিসেবে ব্যবহার করি। মাটির ক্ষয়কে কিছুটা রোধ করে, তাই গোবরের ব্যবহার মাটির বাড়িতে, উঠোনে, মাটির মেঝেতে দেখা যায়। কিন্তু গোবরে দেবত্ব আরোপ হয় না।

Read more